ABC ELECTRICAL LICENCE.
Electrical ABC licence.
ইলেক্ট্রিক্যাল ক খ গ লাইসেন্স কি ?
এটির জন্য কিভাবে এপ্লাই করতে পারি ?
কি ধরনের প্রশ্ন আসতে পারে ?
কি ধরনের প্রশ্ন আসতে পারে ?
**এটি সরকারি ইলেক্ট্রিক্যাল লাইসেন্স। যা আপনাকে সরকারি+ বেসরকারি জব পেতে সহায়তা করবে ।**
এর তিনটা ধাপঃ
০১. বৈদ্যুতিক কারিগরি পারমিট । ( এর জন্য নির্ধারিত কাজের উপর ২ বৎসরের অভিজ্ঞতা কোন ঠিকাধারির অদীনে । অথবা যে কোন প্রতিষ্ঠান থেকে ট্রেড কোর্সে প্রশিক্ষণ ।
০২. বৈদ্যুতিক সুপারভাইজার সার্টিফিকেট ।
যোগ্যতাঃ *** বিএসসি ইন ইইই – ১ বৎসর ।
*** বিএসসি(মেকানিক্যাল+কম্পিউটার)- ৩ বৎসর ।
*** বিএসসি(সিভিল+কেমিকাল)- ৫ বৎসর ।
*** ডিপ্লোমা ইন ইলেক্ট্রিক্যাল – ৩ বৎসর ।
***ডিপ্লোমা (কম্পিউটার+অটোমোবাইল)-৫ বৎসর।
***ডিপ্লোমা (সিভিল+ মেকানিক্যাল)-৭ বৎসর ।
যোগ্যতাঃ *** বিএসসি ইন ইইই – ১ বৎসর ।
*** বিএসসি(মেকানিক্যাল+কম্পিউটার)- ৩ বৎসর ।
*** বিএসসি(সিভিল+কেমিকাল)- ৫ বৎসর ।
*** ডিপ্লোমা ইন ইলেক্ট্রিক্যাল – ৩ বৎসর ।
***ডিপ্লোমা (কম্পিউটার+অটোমোবাইল)-৫ বৎসর।
***ডিপ্লোমা (সিভিল+ মেকানিক্যাল)-৭ বৎসর ।
০৩. বৈদ্যুতিক ঠিকাদারি লাইসেন্স ।
কোন প্রতিষ্ঠানের লাইসেন্স। ( এটা জানার থাকলে ইনবক্স করতে পারেন)
কোন প্রতিষ্ঠানের লাইসেন্স। ( এটা জানার থাকলে ইনবক্স করতে পারেন)
প্রত্যেক ধাপ এর জন্য (ক খ গ)
০১.ক- উচ্চ ভোল্টেজ কাজ করার অনুমতি । ১১kv 33 kv
০২.খ- মধ্যম ভোল্টেজ কাজ করার অনুমতি। ৪৪০v
০৩।গ- নিন্ম ভোল্টেজ কাজ করার অনুমতি। ২২০v
০২.খ- মধ্যম ভোল্টেজ কাজ করার অনুমতি। ৪৪০v
০৩।গ- নিন্ম ভোল্টেজ কাজ করার অনুমতি। ২২০v
***বৈদ্যুতিক কারিগরি পারমিট পরীক্ষার ফিস***
গ – ৯০ টাকা
খ – ২৪০ টাকা + হল ফি -২০০ টাকা
ক – ৫৪০ টাকা
***সুপারভাইজার পরীক্ষার ফিস***
গ= ৬০০ টাকা
গ+খ= ১৮০০ টাকা
ক+খ+গ = ৩৬০০ টাকা
গ – ৯০ টাকা
খ – ২৪০ টাকা + হল ফি -২০০ টাকা
ক – ৫৪০ টাকা
***সুপারভাইজার পরীক্ষার ফিস***
গ= ৬০০ টাকা
গ+খ= ১৮০০ টাকা
ক+খ+গ = ৩৬০০ টাকা
লাইসেন্স প্রতি বৎসর নবায়ন করতে হয় ফিস এর মাধমে ।
কি ধরনের প্রশ্ন আসতে পারে ?
গ- লাইসেন্স এর জন্য ২২০ ভোল্ট এর যাবতিয় কাজ .
যেমনঃ হাউস ওয়ারিং এর বিভিন্ন টুলস অ্যান্ড ইকুপমেন্ট এর নাম অ্যান্ড এর কাজ ।
খ - লাইসেন্স এর জন্য ৪৪০ ভোল্ট এর কাজ ।
যেমনঃ স্টার ডেল্টা , রিভাস ফরওয়ার্ড, ডল-স্টাটার, ম্যাগনেটিক কন্ডাক্টর, টাইমার , রিলে, ফেজ-ফেইলার, প্যানেল বোর্ড এবং মোটর সম্পর্কে সকল প্রকার ধারনা থাকতে হবে । ইত্যাদি ।
ক - লাইসেন্স এর জন্য ১১ কেভি এর উপরে এর কাজ ।
যেমনঃ ট্রান্সফরমার, পি.এফ.আই, পোল এর কাজ , আর্থ , সাব স্টেশন, এই সব কাজ + টুলস নাম ইত্যাদি।
যেমনঃ হাউস ওয়ারিং এর বিভিন্ন টুলস অ্যান্ড ইকুপমেন্ট এর নাম অ্যান্ড এর কাজ ।
খ - লাইসেন্স এর জন্য ৪৪০ ভোল্ট এর কাজ ।
যেমনঃ স্টার ডেল্টা , রিভাস ফরওয়ার্ড, ডল-স্টাটার, ম্যাগনেটিক কন্ডাক্টর, টাইমার , রিলে, ফেজ-ফেইলার, প্যানেল বোর্ড এবং মোটর সম্পর্কে সকল প্রকার ধারনা থাকতে হবে । ইত্যাদি ।
ক - লাইসেন্স এর জন্য ১১ কেভি এর উপরে এর কাজ ।
যেমনঃ ট্রান্সফরমার, পি.এফ.আই, পোল এর কাজ , আর্থ , সাব স্টেশন, এই সব কাজ + টুলস নাম ইত্যাদি।
ABC Electric License / ABC লাইসেন্স কোথায় পাওয়া যায়?
এই লাইসেন্স বৈদ্যুতিক উপদেষ্ঠা ও প্রধান বিদ্যুৎ পরিদর্শকের দপ্তর (website: http://www.eacei.gov.bd/ ) থেকে দেয়া হয়। বছরে ৪ বার এর সার্কুলার হয়।
ইলেকট্রিশিয়ান ২ বার – মার্চ এবং অক্টোবর।
সুপারভাইজার ও ঠিকাদার ২ বার – জুন এবং ডিসেম্বর।
তবে এই লাইসেন্স অর্জনের জন্য ব্যবহারিক এবং মৌখিক পরীক্ষা দিতে হয়। পরীক্ষা দেয়ার জন্য প্রথমে আবেদন করতে হয় বৈদ্যুতিক উপদেষ্ঠা ও প্রধান বিদ্যুৎ পরিদর্শকের দপ্তরের website-এ, আবেদনের জন্য ABC লাইসেন্স ফরম – এর সরাসরি লিঙ্ক পেতে নিচে দেখুন।
বৈদ্যুতিক ঠিকাদারী লাইসেন্স-এর আবেদনের ফরম apply_form
বৈদ্যুতিক সুপারভাইজার লাইসেন্স-এর আবেদনের ফরমঃ apply_form
বৈদ্যুতিক কারিগরি পারমিট / ইলেকট্রিক লাইসেন্স ফরমঃ apply_form
আবেদন পদ্ধতি
প্রথমে চালান নম্বরসহ টাকা সোনালি ব্যাংকে জমা দিতে হবে। এরপর নির্দিষ্ট ফর্মে আবেদন করতে হবে। পূরণকৃত ফর্ম ও ব্যাংক ড্রাফট কপিসহ প্রয়োজনীয় কাগজপত্র পাঠাতে হবে সচিব, বিদ্যুৎ লাইসেন্সিং বোর্ড বরাবর এই ঠিকানায়-
২৪ তোপখানা, জ্যোৎস্না কমপ্লেক্স, ঢাকা – ১০০০
আবেদনকারীদের এসএমএসের মাধ্যমে পরীক্ষার তারিখ ও সময় জানিয়ে দেয়া হয়। এছাড়া সংশ্লিষ্ট দপ্তরের website-এ পরীক্ষার্থীর নাম, রোল ও পরীক্ষার তারিখ প্রকাশ করা হয়। বর্তমানে কোন ধরনের ইন্টার্ভিউ কার্ড ইস্যু হয় না। নির্ধারিত তারিখে বৈদ্যুতিক উপদেষ্ঠা ও প্রধান বিদ্যুৎ পরিদর্শকের দপ্তরে পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষার ফলাফল পরের দিন সকালের মধ্যে সংশ্লিষ্ট অফিস এবং ওয়েবসাইটে প্রকাশ করে দেয়া হয়। আপনি কোন ক্যাটাগরিতে পেয়েছেন তা নামের পাশে উল্লেখ থাকবে।
ABC লাইসেন্সের সুবিধা
বর্তমানে বিভিন্ন চাকরি ও ব্যবসার ক্ষেত্রে একটি লাইসেন্স অনেক গুরত্বপূর্ণ। চাকরির ক্ষেত্রে এই লাইসেন্স উপস্থাপন করা হলে অভিজ্ঞতার ব্যাপারে কোন প্রশ্ন করা হয় না। ইলেকট্রিক বা অন্য ডিপার্টমেন্টের ইঞ্জিনিয়াররা ইলেকট্রিক লাইনের যে কোন কাজ করতে বা সুপারভাইজ করতে পারবেন। ঠিকাদারির ক্ষেত্রে যে কোন (ইলেকট্রিক, মেকানিক্যাল প্রভৃতি) ঠিকাদারি ব্যবসা করতে পারবেন।
ABC License cost / ইলেকট্রিশিয়ান লাইসেন্স –এর খরচ কিরকম হতে পারে?
বৈদ্যুতিক ঠিকাদারি, সুপারভাইজার এবং ইলেকট্রিশিয়ান সার্টিফিকেট এর বিভিন্ন ক্যাটাগরিতে কিরকম খরচ হতে পারে তা স্ব স্ব আবেদন ফরমে উল্লেখ থাকে।
পরীক্ষার প্রস্তুতি
ABC License exam / ইলেকট্রিক লাইসেন্স পরীক্ষার প্রস্তুতির জন্য নিচের বিষয়গুলো বেশ গুরত্বপূর্ণ-
- Electric house wiring
- Magnetic contact
- Motor
- Sub station
- Switch
- Circuit breaker
- Earth tester
- Generator
- Transformer
- Basic on transmission and distribution
- Relay
- Power factor meter
- Safety devices
- Instruments used in Electric line (Meger meter, Power factor meter, Clip –on meter etc.)
এছাড়া সংশ্লিষ্ট যে কোন তথ্যের জন্য সরাসরি যোগাযোগ করতে পারেন এই ঠিকানায়-
২৪, তোপখানা রোড, জ্যোৎস্না কমপেক্স, ৫ম ও ৬ষ্ট তলা, ঢাকা-১০০০
বৈদ্যুতিক উপদেষ্টা ও প্রধান বিদ্যুৎ পরিদর্শকঃ ০২-৪৭১১০৪০৬
বিদ্যুৎ লাইসেন্স বোর্ডঃ ০২-৪৭১১০৪০৭
No comments
Write your comment